এখানে পরাজিত হয় শব্দ কাব্য
এখানে মুক্তির বদলে শৃঙ্খল
জয়ীদের রুদ্ধ বিবেক,
তুমি জয়ী হতে চাইলে
এখানে নিশ্চিত পরাজয়।


এখানে সৃজনশীলতা নেই
এখানে শুধুই অশ্লীলতা,
মধ্যবিত্তরা ঘুমিয়ে স্বপ্ন দেখে খোঁজে বিলাসিতা,
এখানে আলোরা আসেনা
এখানে নিশ্চিত যে প্রগাঢ় অন্ধকার।


এখানে
লুণ্ঠিতরা চেতনার জয়গান গায়
এখানে লুট হয় প্রতিমুহূর্তে সাহসী স্বপ্ন,
এখানে পরাজিতরা উল্লাস করে
এখানে প্রগতি থমকে দাঁড়ায়।