তোমার উপস্থিতি এখনো আছে আগের মতো, যা প্রথম দেখায় দেখেছিলে তুমি; এখনো দিনবদলের গানে তোমারই জয়গানে গান গাই প্রেমিক বেশে লিখি অবিনাশী কবিতা।
এখনো সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখি ভালোবাসায়, তুমিতো চাঁদ আর জ্যোৎস্না মিলিত প্রেমময় উচ্চারণ অনিন্দ্য আয়োজন, যেখান মেলায় বন্ধন বিশ্বাস হয়ে কাছে এসে জয় করে সমস্ত।
দূরে গেলে কি পরাজিত হয় ভালোবাসা? যদি প্রশ্নের জন্ম হয় কিন্তু উত্তর জানা আছে নিশ্চয়ই, ভালোবাসায় পরাজয় বলে কিছু নেই আছে প্রেম অবিনাশী যার অবস্থান ফুরায়না কখনো, তুমিতো আছো আগে মতো যা প্রথম দেখায় দেখেছিলে তুমি।