মনে সেইদিন গুলোর কথা, মনে হয় এইতো সেদিন তোমার পাড়ায় তোমাকে দেখতে রোজই ছুটে যাওয়া! তোমার সেই ভুবন ভুলানো হাসিটা এখনো যে কানে বাজে মনে তুমি সেই হাসছো।


গতকাল তোমার বাড়ির সামনে দিয়ে যেতেই মনে পরলো তোমাকে, তুমি কি আছো আগের মতো যা প্রথম দেখায় দেখে ছিলাম! আমি আছি আগের মতোই যা তুমি প্রথম দেখায় দেখেছিলে।


তোমার পাড়ায় সেই সীনেমা হলটা এখনো আছে তবে এখন একটা কংকাল দূর থেকে দেখে যদিও সেরকম দেখা যায়; অনেক কিছু বদলে গেছে শুধু বদলাতে পারিনি আমি বদলে যাওয়ার যদিও চেষ্টা করিনি।


এখনো তোমাকে খুঁজে ফিরি এখনো তোমার ভালোবাসা অনুভব করি, ভালোবাসা বুঝি এমনই যা ভুলতে চাইলেও ভুলা যায়না, বিকেল হলেই কেন জানি তোমার টান অনুভব করতাম তাইতো রোজই ছুটে যেতাম তোমাকে দেখতে।


তোমাদের বান্ধবীদের দেখা হলে তাদের মাঝে এখনো তোমাকে আবিষ্কার করি তুমি আছো সত্যিই তুমি আছো, প্রথম প্রেম বলে কথা সেকি ভুলে যাওয়া যায় নিশ্চয়ই যায়না, তাইতো তোমাকেই অনুভব করি ছুটে যায় মন তোমার কাছে, তুমি কিন্তু এখনো আগের মতোই অনুভূত হও মনে।


অনিন্দ্য প্রকাশের অবিনশ্বর উচ্চারণ হল ভালোবাসা জাগ্রত প্রেমের শুদ্ধ নাম ভালোবাসা আর সেটি রয়েছে আমার কাব্যে কবিতায় হৃদয়জুড়ে, তুমিতো আছো এখনো আগের মতো অনিন্দ্যসুন্দরে জীবন জয়ের গানে আর থাকবেও অনন্তকাল যেভাবে ছিলে এখনো আছো বুকের ভেতরে।