তোমার উদ্দেশ্যে ছুঁটে যেতে কতনা তৈরী ছিলাম
আমার প্রিয়তম পিতা তখন মৃত্যুশয্যায় তিনি আর আমার পাশে নেই
চলে গেছেন "পরপারে"
না ফেরার দেশে।
আমি জানি তুমি অনেক ভাল আছো
বসন্ত বাতাস তোমায় সুখময় অনুভুতির স্পর্শে রেখেছে
তাই আমি প্রার্থনা সাজাই তোমার জন্য পূর্ণ্যাথী হয়ে।


আজও আমি বসন্ত খুঁজি
শুধুই তোমার মতো করে
খুঁজছি সুখময় অনুভূতি
পিতার দেয়া দায়িত্ব
কাঁধেচাপিয়ে
শুধু নিজের জন্য নয়!
সবার জন্য
যদি একটু সুখময় বাতাস দোলা দিতে পারি নিজের নেয়া দায়িত্বের-
এখনো অবিরত থাকছি রাতজাগা পাখির মতো।