তোমার শহরে মহারাণী কবি ও কবিতা!
অনেক স্বপ্ন  নিয়ে ফিরে পেতে
ছুঁয়ে দেখতে কুয়াশা সিক্ত ঘাসে রেখেছিলো পা
অকস্মাৎ কুয়াশার আড়ালে সূর্য
অসাধারণ সুন্দর কিছু খুঁজতে গিয়ে তোমার শহরে।


নদীর মতো চলমান জীবনে কতটা দূরে গেলে সুখময় অনুভূতি ছুঁয়ে দেখা যায়?
তোমার শহরে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করবার সময় এখনো শেষ হয়নি।


কবিতা প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়ে
যদি ফিরে যায় কবি
তবে তুমি কি জয়ী হবে
পরাজিত করতে কবি ও কবিতাকে!


ক্লান্ত হয়ে উঠে মন শরীর
ফিরে পেতে মাধুরীমাখা স্পর্শ
দূরে গেলে তুমি
পিপাসা অনুভূত হলে
অক্সিজেন খুঁজে পাইনি;
তোমার শহরে দাঁড়িয়ে আছে পায়ের চিহ্ন,
যেখানে মিলিত হয়ে নিঃশেষ করে হৃদয় আকুতি।


হাতের মুঠোয় লেগে আছে এখনো
তোমাকে ছুয়ে দেখার চিহ্ন
তুমি যা ভুলে গিয়ে হত্যা করেছিলে একটি প্রসবে থাকা অবিনাশী কবিতাকে।