এসেই চলে যেতে যাও
তাহলে আসলে কেন!
একটু থাকো একটু বসো, তবেইনা অপেক্ষার যে প্রহর গুনেছি তবে কেন এসেই চলে যেতে চাও, একটু এসো পাশে বসো তবেইনা অপেক্ষার প্রহর স্বার্থক হবে।


সবেতো এলে একটু সময় ধরে বসো একটু কথা হোক পাশে এসে বসোইনা;
কতগুলো সময় অপেক্ষায় ছিলাম এই তুমি আসবে! আর এসেই চলে যেতে চাচ্ছো,
তোমার জন্য অপেক্ষায় থাকি অপেক্ষা যে আমায় স্বপ্ন দেখায়।


তুমি আসবে বলে অপেক্ষারা সত্যিই স্বপ্ন দেখায়, আমি পূর্ণিমা দেখি সমস্ত তোমাকে বিলিয়ে দেই তুমি ভালো থেকো পূর্ণ্যাথী হয়ে; এলেই যখন একটু বসো একটু কথা বলি দুজনা।