স্বপ্ন আর অপেক্ষা দুটো নিয়েই যদি শেষ কর
প্রতিটি রাত; রাতজাগা পাখি কষ্ট মাঝে খুঁজে
দেখো তারও একটা স্বপ্ন আছে আছে অনন্ত
বিশ্বাস, সেও স্বপ্ন দেখে একটু সুন্দরে সাজাবে
নিজেকে, স্বপ্ন আছে বলেই স্বপ্ন দেখে।
তবে কোন স্বপ্নমোহে চলেছিল কবি এবং তার
কবিতা।এটা ভাববার আগে নিজেকে নিয়ে
প্রশ্ন করেছো কখনো? তুমি কার! সে কে
তোমার? প্রেমিকা কিংবা প্রেমিক পুরুষ
এখানে প্রথম প্রেমের মতোই কবি দেখিয়েছিল
স্বপ্ন; একটা স্বপ্ন এবং একটা বিপ্লব চিরসাম্যের।
____________
সম্পাদনা
০৮.০৬.২০২৫