আজও ঝড় হচ্ছে
কেঁপে উঠলো গাছপালা আর
আমার ভাঙা ঘর জলও
পড়ছে ফুঁটো চাল দিয়ে,
আমি ঘরের এককোণে চুপটি
করে বসে ভাবছি এই বুঝি
সব ভেঙে পড়বে আমার
উপর।


আজ আমি একা তুমি নেই
এই ঝড়ের রাতে ভাল হলো
তুমি নেই! তাহলে বিপদে
পড়তে সব ঝড় কিন্তু বিপদ
নয় কোন কোন ঝড়
শান্তিরও বার্তা দেয় নতুন
করে বাঁচতে শেখায়, হয়তো
তেমনিভাবে আজ ঝড় হচ্ছে
আশাতো করতেই পারি
একটা নতুন কিছুর।


ফুঁটো গলে জল আমাকেও
ভেজায় একটু আশ্রয় খুঁজি,
অন্ধকার ঘরে আলো নেই!
আবার একাই ভাবি হোক
ঝড় বিনাশ হোক সব
আপদের, ঝড় থামে থেমে
যায় বৃষ্টি আকাশের বিদ্যুৎ
চমকায় আলো আসে ঘরে।

ঝড় থেমে গেল যেন শান্ত
হোল চারপাশ তবুও আমি
একা এই অন্ধকার ঘরে,
মোমবাতি খুঁজি দেশলাইটা
কোথায় যেন রেখেছি, মনে
পড়েছে বালিশের তলে
হয়তো কিন্তু দেশলাইটা ঠিক
আছে তো নাকি জলে ভিজে
গেছে! নাহ ঠিকইতো আছে
দেশলাই তাহলে একটু
আলো না হয় জ্বালাই।