এক.
সারা আকাশ জুড়ে সোনালি
রোদ
সব কিছু আলোকিত;
কবিও মৃদুস্বরে হেসে উঠে
আর বলে:
আর একটি দিন পার করেছি
আর
একটি নতুন স্বপ্নে এলো
আলোকময় দিন।


দুই.
বিরহী সুরে কোকিলের গানে
কেন ফিরে এলো চাওয়া
পাওয়া
যা ছিলাম হয়তো ভালোই
নতুন কোন স্বপ্নে প্রজাপতি
মনে
ভালোবাসা দিলে না কি নিলে
সবটুকুই?


তিন.
ভুলে থাকতে চাইলেও ভুলে
থাকা যায় কী?
তুমি ভুলে থেকো, ভালো
থাকবে, ভুলে গেলে সুখময়
বাতাস নিশ্চয়ই তোমার
মনকে প্রফুল্ল করবে।।