কোন দিকে তাঁকালেই মেঠোপথ কিংবা বৃষ্টিস্নাত বিকেল
তখনি তোমাকে আবিষ্কার করি জীবন অরণ্যে।
এই ধরলা রত্নাই তিস্তা নদী বয়ে চলে যায় তোমার সুরমা'র দিকে
মনে পরে আমাদের সেই দিনগুলোর কথা?
নাকি সবকিছু ভুলে
তুমি আছো আগের মতো যা ছিলে তুমি!
চা বাগানের বিশাল অট্টালিকা কিংবা মন্দির মাসজিদ দেখালে
আমি দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা দুজন মিলিত হয়েছি
মনে আছে হয়তো নেই।
নদীর মতো চলোমান জীবনে কতটা বদলে গেছো তুমি
আজ আমার বড় জানতে ইচ্ছে করে প্রিয়তমা?
যতবার প্রশ্ন করেছি ততবারই তুমি লুকিয়ে গেছো
লুকিয়ে যাওয়া শামুকের মতো।
মনে পরে মাধবকুন্ড ঝর্নার জলে
অবিরত স্নানে তুমি আর আমি!
আজ আর অনুযোগের জালে বন্দি করবো না তোমাকে
বসন্ত বাতাসে ফাগুনের আবেগে
তোমার উদ্দেশ্যে ছুঁটে যেতে কতনা তৈরী ছিলাম
আমার প্রিয়তম পিতা তখন মৃত্যুশয্যায় তিনি আর আমায় পাশে নেই
চলে গেছেন পরপারে না ফেরার দেশে।
তোমার বসন্ত শুরু হলে
আমি জানি তুমি অনেক ভাল আছো
বসন্ত বাতাস তোমায় সুখময় অনুভুতির স্পর্শে রেখেছে
তাই আমি প্রার্থনা সাজাই তোমার জন্য পূর্নাথী হয়ে।


ইলোরা আজ আমার বসন্ত নেই।