চেনা পথ চেনা অজানা পথিক আর
সেই পাহাড় কালো তার রঙে
মিছে আছে আকাশে
নেই তুমি নেই  
সৃজন
আছে-
আছে গাছ বাহারি।


জল আছে ফল আছে চিরচেনা ঢংগে
তুমি নেই কেউ নেই কার আছে
স্বজন হারা এই বঙ্গে
চারিদিক কি যেন শুণ্য মনে হয়
আর আছে সব গেছে
নীলাম্বরী রঙে
মন নেই কিছু নেই
যার নেই এই পক্ষে
রাত আসে কোন রাতে
ভালোবাসা ভঙ্গে!!