এখানে কেউ নেই
কারো থাকবার কথাও নেই, এখানে আমি একা, কেউ নেই কতশত অপেক্ষা কতশত স্বপ্ন দেখা, এ লড়াই একার যদি তুমি এবং তোমরা মনে করে থাকো সময় হয়েছে রুখে দাঁড়াবার তবে এসো এই লড়াইয়ে।


বুকের মধ্যে যে আগুন জ্বলছে তাতে চেতনা লাগাও
এসো এই সংগ্রামে, মুক্তিই চিরন্তন সত্যি মানবের চির কল্যাণের জন্য চাই সংগ্রাম, আর কেউ থাকুক আর নাইবা থাকুক তুমি এসো বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হয়ে।


যদি তুমি জয়ী হতে চাও তবে এসো এই শ্লোগানে শুধু নিজের জন্য নয় সবার অধিকার আদায়ে সম্মিলিত উচ্চারণে জাগাও চেতনা আনো বিপ্লব মুক্তির চির আনন্দে, আমি এখানে একাই অপেক্ষা করছি তুমি এবং তোমরা আসবে কি?


এখানে কেউ নেই
কারো থাকবার কথাও নেই, এখন আমি একা নই চেয়ে দেখো হে বিপ্লব চারপাশ শুধুই মানুষ আর মানুষ, যারা পথে নেমেছে একটিমাত্র লক্ষ্যে মুক্তির স্বাদ দিতে সমস্ত মানুষকে জয়ী করতে।


এই সংগ্রাম এই মুক্তি এই বিপ্লব সবই একা আমার নয়, এই যুদ্ধ মিছিল একদিন সমস্ত মানুষকে দেবে মুক্তির স্বাদ, একটা মুক্ত বুদ্ধির দেশ সমঅধিকার বৈষম্যহীন সমাজ এগুলো আদায়ের জন্যও সংগ্রাম, এখানে শ্বাশত শান্তির মিছিলে তুমিও এসো হে বিপ্লবী।