একটু অপেক্ষা ফসল ভাল
ফলেছে ঘরে তুললেই সব
দেনাপাওনা শোধ কর দেবো;
বৃদ্ধা মাকে দেখাবো ডাক্তার,
ছেলেটার বাইসাইকেল,
মেয়েটার স্কুলের বেতন আর
বৌটার নাকফুল সবই করবো
বলেইতো ফলিয়েছি সোনার
ফসল।


একটু অপেক্ষা ফসল ভাল
হয়েছে ঘরে তুললেই সকল
চাহিদা পূরণ করবো,
বেশিতো চাইনা এই চাওয়া
নিশ্চয়ই পূরণ হবে, এবার
আর বানের জলে ভাসিয়ে
নেবেনা আমার সোনার
ফসল, রোদে পুড়ে বিষ্টিতে
ভিজে শীতের তীব্র কুয়াশায়
করেছি চাষ এই সোনার
জমিতে।


একটু অপেক্ষা ফসল ভাল
হয়েছে ঘরে তুললেই মা
আগেই বলে রেখেছে,
এইবার বোন দুটোকে নিয়ে
যেন আসি বাড়ি, কতদিন
ওদের দেখিনা! আসলে নিয়ে
আসবার সাধ্যি ছিলনা তাই
মায়ের কথা রাখবো ভেবে
রেখেছি; একটু অপেক্ষা
ফসল ঘরে তুলতেই সব
চাওয়া মিটে যাবে নিশ্চয়ই।


একটু অপেক্ষা ফসল ভাল
হয়েছে ঘরে তুললেই সকল
চাওয়া হবে পূরণ আনন্দ
আসবে ঘরে, মিলেমিশে
গাইবো সবাই জীবন জয়ের
গান, যেখানে জীবন জয়
করবে সমস্ত সুন্দর অসুন্দর
করে বিদায়,একটু অপেক্ষা
ফসল ভাল ফলেছে ঘরে
তুললেই সব দেনাপাওনা
শোধ করে দেবো।



___________
লালমনিরহাট
২৯.০৪.২০২৪