কার অপেক্ষায়
যে করেছিল পর
কেন ভাব নীলাম্বর
নীলাম্বরী থাকবে
তোমার জীবন ভর!


আকাশ কাঁদে
কোন সে বিভোর
কাঁদো কেন
তুমিও জীবন ভর
আকাশ ছিল তার
মেঘের আপনপর!


হাসে জন সে ছিল
তোমার সুখের ঘর
স্বপ্ন ছিল পাশে
সুখ আর দুঃখে
সে করেছিল পর!


সুপ্রীতি চায়
মনে কি সুখ পায়?
তুমি তার কে
অরিন্দম কার
ছিল কি তোমার!


সুনন্দিতা ভাবে
অরিন্দম কে
ভালোবাসা কি ছিল
দুজনে কি তা পেলো!


যার গাড়ি তার বাড়ি
তুমি থাক ঘরে
সুখ তার পরে
দুজন আপন
প্রদীপ্তি ফাগুন!