লুকিয়ে যাওয়া মন বৃষ্টিস্নাত রাত তবুও বলি হে জাগ্রত হে অবিনাশী আর কত দিবানিদ্রা স্বপ্ন দেখাও; হে অবিনাশী হে প্রিয়তম তবে কেন চুল করে লুকিয়ে থাকো।


রাতজাগা পাখি হয় কি লাভ যদি না তাতে সার্থকতা না থাকে প্রান্তিক মানুষের বিশ্বাস নিয়ে ছিনিবিনি খেলাকে তুমি কি বলবে হে অবিনাশী হে স্বপ্নিল বিশ্বাস।  


লুকিয়ে যদি থাকে প্রথম দিনের সূর্য তার দরকার হলে কার কাছে চাইলে আলো সেই মানুষ, যে মানুষ আশায় থাকে আলো আসবে জাগাবে তিমির রাত্রি, বলে দাও হে অবিনাশী।  


প্রান্তিক মানুষের কথা ভেবে দেখার প্রকৃত মানুষ আর পাওয়া যায় কোথায় যারা আছে তারাতো নিজেদের নিয়ে ব্যস্ত! তবে কে দেবে আশা যার প্রয়োজন হলে রাঙিয়ে দেবে স্বপ্নিল আবীরে।