বিরহ বাতাস কাদায়, অবিরাম লুট হয় মনুষ্যত্ব আর চেতনা, তুমি কি সেই উৎসব করো? আমার জন্য কেউ না হয় মৃত্যুর উৎসব সাজায়! তবুও শেষরাতের সাহসী স্বপ্নের মতো স্বপ্ন আসে এই ভাঙা চালের ফুটো দিয়ে এই ঘরে।
সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছে গুলো রাঙিয়ে দেয় চিরনতুন গানে স্বপ্ন আসে বড় বেশি ভালোবেসে।
রাত জাগা কোকিল হয়ে বিরহী গানে আর যাই হোক না কেন প্রেম স্পর্শ করা যায় কি? প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্ত কিন্তু উত্তর কে দেবে হে বিরহ।