তোমার চোখে আজ চোখ
রাখতেই কবি আজ যেন অন্যরকম কিছু একটা
অনুভব করলো!
একজন প্রেমিক পুরুষ সেজে ভালোলাগা আর ভালোবাসা ভরে আছে তোমার ওই মায়াবী চোখে তাও অনুভব করলো।


অসাধারণ কিছু একটা খুঁজে নিজেকে আবিষ্কার করে আজ নিশ্চয়ই পরাজিত হয় সেই মানুষ।


চোখ যে স্বপ্নের সোপান
কবিতার শুদ্ধ উচ্চারণের মত কবি হয়ে লিখেছিল কবিতা;
কবিও খুব আনন্দিত হলেন
আনন্দচিত্তে অনুভব করলো
আজ নতুন করে তোমাকে
হে দেবী হে মহারাণী।


ভালোলাগা আর ভালোবাসা সে এক অবিনাশী পাওয়া
যার হয়তো শেষ নেই
তুমিও অবিনাশী  যে চোখে সমুদ্র দেখি একটা স্বপ্ন দেখে নিদারুণ মন।
শিশির সিক্ত হতে ঘাস অপেক্ষায় থাকে শিশির বিন্দু কখন পড়বে
কবি ও কবিতা ঠিক সেই শিশির হয়ে বিন্দু হয়ে সিক্ত ঘাসে পা রাখে
জয় করতে তোমাকে।


কবি ও কবিতার মিলিত ভালোবাসা
তোমাকে উপলব্ধি করে
মধ্যে রাতে জাগিয়ে রাখে যে কবিতার
তাকে খোঁজে কবিকে
তোমার চোখ যে বিমোহিত করে সেইরাতে
কবি ও কবিতার সম্মিলিত মিলনমেলায় তোমাকে আবিষ্কার করেছিল পরম সুখে ভালোবেসে।