জয়ী হও হে মহারাণী হে দেবী,
তোমার সুখময় বসন্ত আসুক
অনিন্দ্য সুন্দর একটা আগামী হউক
জীবনের জয়ের গানে,
কবিতায় অনাবিল ছন্দে।


আমার আর কোন চাইবার নেই
অসাধারণ সুন্দর তোমার উপস্থিত
একসময় আন্দোলিত হতো সুখময় বাতাসের মতো।


আমারতো কিছুই নেই; দেবার চাইবার সব ভালো তোমাকে রাঙিয়ে রাখুক শুভ্র নির্মলে।


যখন তোমার প্রানবন্ত উপস্থিত স্বপ্ন দেখিয়েছিল
একটা স্বপ্ন বিশ্বাস জন্মে ছিল
সবার কি স্বপ্ন দেখতে হয়?
না সব স্বপ্ন স্বপ্ন নয় দুঃস্বপ্নের মতো।


যেদিন প্রথম তোমায় দেখেছিলাম ভালোবাসার আলিঙ্গনে মহারাণী সেই ভালোবাসার লুকায়িত আলিঙ্গন আমি চাইনি;
অবিনাশী প্রেমে যেমন জয়ী মানুষ
তার আত্ম উপলব্ধি নিয়ে।


সেরকম অনুভূতির প্রকাশ পেয়েছিল গানে, কবিতায় তোমার দৃপ্ত উচ্চারণে সে আশায় মৃত্যুর আমি চাইবো না কোন দিন!
সমস্ত পরাজয় মেনে আর ছুতে চাইবো না আর কোন বসন্ত আসবেনা জীবন বসন্তে।


অভিমান অনুরাগের মধ্যেই লুকায়িত থাকুক চিরন্তন ভালোবাসা বিশ্বাস
অনাবিল আনন্দে বিমোহিত হউক তোমার আগামী।


হে দেবী হে মহারাণী
নিশ্চিত করে বলতে পারি
তোমার সুখের দিনের সঙ্গী হতে
চাইবো না কোনদিন;
অনন্ত পথ এখানে আমি একা
কেউ নেই! কারও থাকবার কথা নয়
সেটা নিশ্চয়ই তুমিও নও।


তুমি ভালো থেকো অনন্তকাল প্রেমপ্রীতি আর বিশ্বাসের ছোঁয়ায় অবিনাশী প্রেমে কিংবা জীবন জয়ের গানে
জয়ী হও
হে মহারাণী
হে দেবী।।