আর কত বিক্রি করবে আমাদের স্বপ্নগুলো? যে শেষ রাতের সাহসী স্বপ্ন দেখে তৈরি হচ্ছিলাম আমরা সেই স্বপ্নটাও বিক্রি করে দিলে তোমরা?
মোটাভাত, মোটা কাপড় আর মৌলিক চাহিদা শিক্ষা আরতো কিছুই চাইনি আমরা, তাহলে কেন এভাবে বিক্রি করছো স্বপ্নগুলো।  


ভেবেছো তোমরা এমন করে সব বিক্রি করে দেবে! প্রশ্নের উত্তর দেবেনা ভেবেছো কি? উত্তর কিন্তু একদিন দিতেই হবে, সেই সময় আসছে সামনেই, উত্তর দিতেই হবে;
যদি জেগে উঠে মানুষ যদি সংগ্রামে লিপ্ত হয় মানুষ, সময় আসছে সামনেই আসছে সেই সময়।


হে লুটেরারা দল হে  মনুষ্যত্বহীন মানুষ
চুপ করে আছে বলে মানুষ ভেবে নিয়েছো আর সংগ্রাম হবেনা, সংগ্রাম যে "চিরন্তন সত্য আর সংগ্রামই সুন্দর" সূর্য যেমন আলো দেয় দূর করতে অন্ধকার তেমনি নতুন সূর্যের আলো ঘোচায় সমস্ত অন্ধকার আর মানুষ জেগে উঠলে তারাও ঘুচিয়ে দেবে সমস্ত অন্ধকার।


যদি ভেবে থাকো হে মূর্খের দল তোমরাই আমাদের দাবিয়ে রাখবে তবে ভুল ভাবছো বড় বেশি ভুল ভেবেছো সময় কিন্তু আসছে জেগে উঠার সময়, আলো আঁধারের লেখায় নিশ্চয়ই তোমরা জয়ী হতে পারবেনা, লুট করেছো ভোরের সাহসী স্বপ্নগুলো বিক্রি করছো কখনো কখনো চড়া দামে তা নিয়ে বড্ড সুখেই আছো! না ভুল ভাবছো জেগে উঠবে মানুষ, শুধু সময়ের অপেক্ষা একটু সময় আবারও সংগ্রাম হবে বেড়িয়ে পড়বে মানুষ তাদের অধিকার আদায়ে।