সুনন্দিতা,
কতটা পথ হাটলে সুখি
হওয়া যায়;
শুধুমাত্র আত্মজয় কি
সমস্ত জয়ের স্বাক্ষী রেখে.
জয় করা যায় প্রিয় স্বজন,
প্রিয় বন্ধু?
অথচ নিজেকে পরাজিত
ভেবে, দূরে ঠেলে দিলে বড়
অবহেলায়।


দায় কার এটা ভেবে নিজেকে
কেন লুকিয়ে রাখলে;
আত্মজ জয় করা
বড় বেশি কঠিন ছিল তখন?
অভিমানি তুমি
বড়ো বেশি অভিমানী।


স্বপ্ন দেখা ভুল ছিল
এটাও ভেবে কষ্ট পেয়ে
আবার তুমি পরাজিত হলে
তখন আত্মজয়ী হয়ে
ভালো থাকা যায় না।


নিজেই নিজেকে জড়ালে
অদৃশ্য অহংকারে;
সংসার কি তোমাকে
সংসার বিবাগী করেছে?
অথচ ভেবে দেখো কতদূরে
চলে এসেছো
তুমি শুধু অহংকারী
মিথ্যা তোমার অস্তিত্ব।