আর নয় অপেক্ষা  তুমিতো বলেছিলে অপেক্ষা নাকি স্বপ্ন দেখায়, আর কত অপেক্ষা? এখন আর স্বপ্ন দেখিনা স্বপ্নগুলো ধুসর।


অপেক্ষায় রেখে কেন মিছে স্বপ্ন দেখাতে চাও, যদিও অপেক্ষারা আর অপেক্ষায় থাকছে কি? প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্তে
কিন্তু তুমিতো সেই প্রশ্নের উত্তর দাওনা।


না আর অপেক্ষা নয়, নয় মিছে স্বপ্ন দেখা, অনিন্দ্য আয়োজন সবই মিথ্যে আশায় বন্দি রেখে বন্দি করো সবকিছু, আর মিথ্যে আশায় হবোনা রাতজাগা পাখি।