সবাই আসে আবার সবাই
চলে যায় এইযে স্টেশন শুধু
দাঁড়িয়ে থাকে, আসে দিন
আসে রাত এযেন অন্তকাল
দাঁড়িয়ে থাকা আর অপেক্ষা
করা।


সবাইতো ঘুমায় যে যার
গন্তব্যে পৌঁছায় শুধু দাঁড়িয়ে
থাকি কতজন মিলিত হয়
আমার প্রান্তে বসে অপেক্ষা
করে ট্রেনের আবার ট্রেন
এলে চলে যায় যে যার
গন্তব্যে শুধু এই আমি পরে
থাকি।


রাত এলে আমার কোলে
ঘুমিয়ে পরে যাত্রীরা কিন্তু
আমি আলো জ্বালিয়ে রেখে
দেই ওরা যেন নির্বিঘ্নে ঘুমাতে
পারে আমিই এদের
পাহারাদার, এখানে অপেক্ষা
আবার সেই ট্রেনের আসলেই
চলে যাবে তাদের মত করে।


আমি যেন অনাদিকাল হতে
অপেক্ষা করি যাত্রী আসবে
বলে কতরকম মানুষ মেলে
আমি দেখি মায়াময় মানুষ
এরা বলতে গেলে ভালবেসে
ফেলেছি মায়া জন্মে এদের
জন্য ওরা আসলেই বড়
ভাললাগে হোকনা তারা
ক্ষণিকের যাত্রী।