মহারাণী
মধ্যে রাতে জাগিয়ে চেতনা
বিপ্লবে সাম্যে
আর প্রগতির অগ্রভাগে কবিতা।


অবিনাশী কবিতা প্রগাঢ়তা খুঁজে কবিও অসীমের মতো উচ্চারণ করে তোমাকে-
তুমিইতো অবিনাশী কবিতা।


স্বপ্ন এবং বাস্তবতার মাঝে
এসো বিশ্বাস হয়ে
এই মধ্যে রাতে,
জাগিয়ে রাখো রাতজাগা পাখির মতো।


আজ শেষ রাতের সাহসী স্বপ্নের মতো তোমাকে আবিস্কার করেছিলো কবি
যে স্বপ্ন তুমিই হয়তো দেখিয়েছিলে।


স্বপ্ন দেখতে আর চাইনা
একথা বলবেনা নতুন কোন কবিতা;
এসো প্রাণপ্রিয় সখি!


এসো ফিরে এসো
কবিতার মতো উচ্চারিত হয়ে দীপ্তি কণ্ঠে পাঠ করো কবি আর কবিতাকে প্রতিটি ভাজে ভাজে।