(সুমনা সাহা সাথীকে নিবেদন)


আজ নিয়ে মাত্র দুদিন
তোমার সাথে কথা তাও
মুঠোফোনে কিন্তু মনে হল
তুমি আমার অনেকদিন
আগের চেনা পরিচিত কণ্ঠ!
সত্যিই কি তুমি আমার
আগের চেনা কেউ? যখন
কথা তোমার কণ্ঠ শুনি
একটা আনন্দ বাতাস আমার
চারপাশ ভড়িরে দিয়ে যায়
আমি হই আনন্দিত।


মনের গহীনে যে স্বপ্ন উঁকি
দেয় তা আমি গ্রহণ করি
আনন্দ চিত্তে হ্যাঁ তুমি আমার
অনেক আগের চেনা কেউ,
আপনজন অনিন্দ্য আলোয়
খুঁজে নেই চির আপন কেউ,
তোমার কণ্ঠ শুনি
চিরনতুনের গান যে গান
হৃদয়ের সুরে সুর আনে।


তোমার কণ্ঠ শুনি
আলোকময় আলো এসে
যেন উদ্ভাসিত করে চিত্ত
প্রাণে আনে প্রাণ, অবিনাশী
কবিতার মত উচ্চারিত
উচ্চারণ যার প্রতিটি লাইন
জুড়ে তোমারই অবস্থান
তোমার জয়গান, তোমার
কণ্ঠ শুনি অনিন্দ্যসুন্দরে
নিজেকে রাঙিয়ে রাঙাই
ভালোবাসার রঙে।



_______
লালমনিরহাট
সন্ধ্যা: ৭টা ০৫মিঃ
১৫.০৩.২০২৪