নীলাঞ্জনা
এখানে স্বপ্নগুলো পুড়ে যায়না এখানে স্বপ্ন আসে অবিরাম ভালবেসে, মুক্তির স্বাদে জেগে উঠে প্রেম অনিন্দ্য ভালবাসায়,
ভালবাসা
অনাবিল অজানা
এখানে নিশ্চিত দুঃখ এবং কষ্টকে জয় করে
তবুও প্রেমেই মজে মানুষই প্রেমের কাছে পরাজিত-  সৃজনে মননে।


নীলাঞ্জনা
স্বপ্ন আছে স্বপ্ন মাঝে অমিত তৃষ্ণায় জাগিয়েছো যে প্রেম এখানে তাকে আমি গ্রহণ করি অনিন্দ্যসুন্দরে, ভালবাসার কাছে  যদি পরাজিত না হয়ে থাকো যদি জীবনকে জয় করবার ইচ্ছা না জেগে থাকে তবে কেমন করে বলবে সেটাইতো ভালবাসা, এখানে স্বপ্ন আছে যে স্বপ্ন নিয়ে যায় যার জন্য তুমি অপেক্ষায় ছিলে।


নীলাঞ্জনা
তুমিই কবির প্রেম অবিনাশী ভালবাসা
প্রেমিক-প্রেমিকাসম
অবিনাশী মন্ত্রের মতো
তুমিই কবির কবিতা
ভালবাসার জীবন জয়ের গান,
শুভদিনের
শুভমুহুর্তের উপভোগের একমাত্র উপলক্ষ, যে স্বপ্ন তুমিই দেখিয়েছিলে কবি ও কবিতাকে।