সবকিছু বদলে গেলে
পরাজিত হয় স্বত্বা নিজেদের
সক্রিয়তা বলে থাকে কি
করে, তুমিও বদলে যেতে
চাইছো নতুনের মহা
আয়োজনে! যদি বলি
বিকিয়ে দিয়েছো সব; আমরা
কেন বদলে যেতে চাইছি।


এভাবে বদলে গেলে যদি
ভেবে থাক বদলে যাবে দেশ
সমাজ সংসার সত্যিই কি
এটাকে পরিবর্তন বলছো
কিন্তু এটা যে পাগলামি, মূর্খ
তোমরা এবং তোমাদের
বদলে যাওয়াটাকে বলি
অন্ধকারে নিমজ্জিত হওয়া।


তোমরা আর কি  রঙের
লেখা দেখাবে? কি ভাবো এই
দেশ এই মানুষগুলো তবে
বোকা ও বধির! ভুল ভাবছো
তোমাদের চিনে রাখছে ও
গভীরভাবে দেখছে
তোমাদের এই বদলে
যাওয়াকে সাধারণ এই
মানুষগুলো।


জেগে উঠবে মানুষ তার
নিজের প্রয়োজনে নিজেদের
নিয়োজিত করবে সাধারণের
সংগ্রামে, তুমি এবং তোমরা
ভাবছো পালিয়ে যাবে! মিছে
স্বপ্ন দেখছো, মানুষ কিন্তু
জেগে উঠবে সংগ্রামে বিপ্লবে
তারাই সত্যিই বদলিয়ে দেবে
পুরো সমাজটাকেই।