অবসন্ন হয়ে গেলেও ক্লান্ত নই এগিয়ে যাই সামনের দিকে, থামলে যে চলবেনা এগিয়ে যেতেই হবে।
কতটা পথ হেটেছি হিসেব রাখিনি আজকাল হিসেব রাখতে ইচ্ছে করেনা! জীবনের হিসেব কতটা করেছি, কতটা সুখ খুঁজে সুখি হতে, এই জীবন, এই পথ সব মিলাতে ব্যস্ত সবাই।
অনুভূতি ভোঁতড়া হলে চলবে কি করে, জীবনের শুভমুহুর্ত উপভোগ করতেই হবে এটা চাইনি কোনদিন তবুও পথ চলি ক্লান্তি স্পর্শ করার আগে ছুটি অবিরাম।
যদিও অপেক্ষায় থেকে থাকো সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখতে তবে ভুল করছো বিলাসী জীবন নয়, নয় বিলাসিতা সুখতো সেখানেই  যেখানে লুকায়িত থাকে সত্য এবং সুন্দর।