জীবন নিয়ে ভয় পাওয়ার কোন কারণ আছে বলে মনে করছিনা সুনন্দিতা! জীবন জয়ের গানে যেদিন স্বপ্ন এঁকেছিলাম ভালোবাসায় সৃজনে আর প্রগাঢ় বিশ্বাসে তখন তুমি পাশে ছিলেনা;
প্রগাঢ়ভাবে উপলব্ধি করেছি, পিতার আদরে বেড়ে উঠা সংসারে এখন আমিই উৎস।
ভালোবাসি বলেও বলতে চেয়ে নিজেকে লুকিয়ে রেখেছি তোমার ভালোবাসা থেকে দূরে অনেকদূরে...
ফেলে আসা সেইদিনগুলো এখনো কাঁদায় |আমি মধ্যরাতে ডুকড়ে উঠি কিংবা চিৎকার করে কাঁদি পিতাকে দেয়া কথা রাখতে।
ছুটে বেড়াই সমস্ত রাতদুপুর একটু শান্তি দিতে এই আমাদের সংসার কে।
তুমি শুধুই অভিযোগ কর ,অভিমানে লুকিয়ে থাক আপনজন থেকে দূরে ,কিন্তু আমি তা পারিনি কোনদিন।
ভালোবাসলে পরাজিত হব এটা ভেবে ই ভালোবেসেছি হয়তো| চাওয়া পাওয়া নিয়ে জীবন।
তবুও স্বপ্ন এসেছিল তোমাকে নিয়ে।
এটাকে হয়তো বলে অবিনাশী ভালোবাসা! যে ভালোবাসা আমাকেও পরাজিত করেছে,আর আমিও পরাজিত হয়েছি।
চেনা লোকালয় থেকে অনেক দূরে লুকিয়ে রাখতে চেয়েছিলাম নিজেকে; তা আর লুকাতে পারলাম কোথায়!
পিতার আদর্শ নিয়ে এখনো স্বপ্নের পথে চলি যে স্বপ্ন প্রিয়তম পিতাই আমাকে দেখতে শিখিয়েছিলেন।
আমিও হেঁটেছি পথযে পথে শান্তির সুবাতাস বয় প্রতিমুহূর্ত।
যে স্বপ্ন নিয়ে চলি পথ সে পথে কাঁটাও ছিল ছিল পিচ্ছিল...
একা শুধুই একা হেঁটেছি এখনো হেঁটেই চলেছি....।