যদি অনুমতি দাও
আমিও কবি হব লিখবো তোমার জয়গানে কবিতার অবিনাশী প্রেমে জাগাবো প্রেম হৃদয়ে তোমার।


যদি অনুমতি দাও
বিপ্লবী স্পন্দনে গাইবো গান সুরে সুর এনে ভড়িয়ে দিবো প্রাণ, ছুঁয়ে দেবো ভালোবাসা পরম বিশ্বাসে।


যদি অনুমতি দাও
আমিও রাতের চাঁদ হয়ে জ্যোৎস্নার প্লাবনে ভিজিয়ে দেবো
তোমাকে অনিন্দ্যসুন্দরে মিশে রবো দুজন।


যদি অনুমতি দাও
নিদারুণ কষ্ট ভুলে ছুঁয়ে দেবো ভালোবাসায় অন্তহীন পথে সাথী হয়ে রাঙিয়ে দিবো হৃদয়ের আলপনায়।


যদি অনুমতি দাও
কবিতার মতো শুদ্ধ উচ্চারণে জয় করবো জীবন, সত্য এবং সুন্দরে উচ্চারিত হয়ে জয় করবো অবিনাশী প্রেম।