যদি ভুল বুঝে চলে যাও দূরে গেলেই কি তৈরী হয় দূরত্ব? ভালোবাসায় বিরহ না থাকলে কি তাকে ভালোবাসা বলে; যদি বলি দূরে চলে গেলে তুমি কি সত্যিই দূরে সরে গিয়েছো।
অভিমানে লুকিয়ে গেলে কষ্টরা ঘিরে ধরে তখনতো পরাজিত হবার ভয় থাকে, কতটা তুমি দূরে আমার সীমানার বাইরে? আবিস্কার করি নিজের অনুযোগে  ফিরে এসো অভিমান ভুলে, যদি প্রশ্নের জন্ম হয় উত্তর চাইনি কোনদিন।