যদি বলো -
আমিও ছুঁয়ে দেবো চাঁদ অবগাহন করবো জ্যোৎস্নার প্লাবনে, তোমার গলায় পড়াবো তারার মালা।


যদি বলো -
পাহাড়ের গাঁয়ে এঁকে দেবো আমাদের চুম্মন চিহ্ন, অনাবিল সুন্দরে মিলিত হবো সবুজবতায়।


যদি বলো-
সমুদ্রের মোহনায় মিশে যাবো বলে
আমিও নদী হবো মিশে যাবো তোমার মোহনায়।