ছুঁয়ে দেখো আমায় আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমারও অনুভূতি আছে আছে তোমাকে ভালো বাসবার অধিকার, ছুঁয়ে দেখো একবার দেখো ছুঁয়ে।


যদিও তুমি স্পর্শ করলে বেড়ে আমার রক্তের প্রগাঢ়তা, স্পর্শে অনুভূতির জন্ম হলে জয়ী হয় প্রেম, ছুঁয়ে দাও আমায় স্পর্শ করো ছুঁয়ে দেখো আমায়।


তুমি ছুঁয়ে দিলে প্রশান্তি আসে মনে শরীরে, মোহিত করে প্রেম অবিনাশী গানে যদি ছুঁয়ে দাও, আমিও জয়ী হবো যদি ছুঁয়ে দেখো বয়ে যায় শ্রাবণধারা।