নীলাঞ্জনা
যদি শুভময় অনুভূতি ছুঁয়ে দেখতে চাও তবে ভালবাসো দেখো হৃদয় ছুঁয়ে তবেই না বুঝবে কতটা ভালবাসা সেখানে তোমার জন্য জমিয়ে রেখেছি, যদি আসো ছুঁয়ে দেখো তবে বুঝবে ভালবাসা কাকে বলে।


নীলাঞ্জনা
নিদারুণ কষ্টকে জয় করি অবিনাশ প্রেমে বাধি সুখ জয় করি আপনকে, ভালবাসা যে অবিনাশী সে থাকে সুখে এবং দুখে,
কষ্টকে যদি জয় করে থাকি পরম সুখে তবে তুমিও এসো সেই সুখের দিনের সারথি হতে।


নীলাঞ্জনা
এখন আর স্বপ্ন দেখিনা যখন তোমায় ডেকেছিলাম ভালবাসার আলিঙ্গনে, ভাল যদি নাইই বাসো তবে ডেকেছিলে কেন? কেনইবা হৃদয় ছুঁয়ে দেখতে চেয়েছিলে! ভালবাসা অবিনাশী পাওয়া যার শেষ নেই।