(বনশ্রী সাহাকে নিবেদন)


তোমাকে দেবার মত কিছু
নেই আমার তবু কেন দিতে
ইচ্ছে করে! যার কিছুই নেই
তার যদি কাউকে দেবার
ইচ্ছে জাগে এটি শুনে তুমি
নিশ্চয়ই হাসছো;
হ্যাঁ সত্যি তোমাকে কিছু
দিতে চাই যদিও দেবার মত
কিছুই নেই আমার।


যদি কবি হতাম তোমায় নিয়ে
লিখতাম কত শত কবিতা,
লেখার প্রতিটি লাইন জুড়ে
থাকতো তোমার অবস্থান
কিন্তু আমি যে কবি নই তবে
কি বা লিখতে পারি তোমাকে
নিয়ে! তোমাকে দেবার মত
কিছুই নেই আমার তবু যে
দিতে ইচ্ছে করে।


অনিন্দ্যসুন্দরে যদি কিছু
থেকে থাকে আমি তবে তাইই
তোমাকে দিতে চাই; হ্যাঁ তাই
দিতে চাই যা কিছু সুন্দর
সেগুলো নিয়ে তোমার
জয়গানে, তোমাকে অনেক
কিছু দিতে চাই যদিও দেবার
মত কিছুই নেই আমার।