এই দেহে অনামিকা লুকিয়ে,
চোখ যে তৃষ্ণার্ত
যে পাহাড় গড়িয়ে আসে
বৃষ্টির জল
ছুঁয়ে দেখেছো কি তার
শীতলতা?
জল আর জলে জলকেলি
করে যৌবনবতী নারী
ভেজা গায় উপচে পড়ে যৌবন,
চোখ আটকে থমকে দাঁড়ায়
চোখ।


আমি সমুদ্রের জলে তাকিয়ে
দূরে হলেও পাহাড়ের সবুজ
খুঁজি, পাহাড় আর সমুদ্র
মুখোমুখি ভেজা ভেজা
শরীরে খুঁজে ফিরে আলাপ
আর বিশ্বাস।


___________
২৪.০২.২০২৪
লালমনিরহাট
সন্ধ্যা: ৫.৩০ মিঃ