(প্রিয়সখী সালমা খান নুপুরকে নিবেদন)


জীবনকে জয় করো
করো অাত্মজয়,
কতটা পথ হেটেছো তুমি
জীবন জয়ের গানে...
এখানে পরাজয় ছিলো
ছিলো অনুযোগ অভিযোগ,
তোমার চারপাশে ছিলো যে প্রিয় স্বজন
তাঁকে দূরে সরিয়ে দিয়ে
নিজেকে নিয়ে যাচ্ছো
অমাস্যার কালো অন্ধকারে।


কতটা পথ হাটলে সুখি হওয়া যায়
জয় করা যায় প্রিয় স্বজন,
প্রিয় বন্ধু
অথচ নিজেকে পরাজিত ভেবে
দূরে ঠেলে দিলে বড় অবহেলায়।


অাত্মজ জয় করা বড় বেশি
কঠিন ছিল?
অভিমানি তুমি
নিজেই নিজেকে জড়ালে
অদৃশ্য অহংকারে;
সংসার কি তোমাকে সংসার বিবাগী করেছে?
জীবনবসন্ত,
বৃষ্টিবিলাস,
সাজানো বাগান,
কিংবা নিজের জন্য সংসার;
তাকে তুমি দূরে সরিয়ে দিয়ে
নিজেকে ভাবছো সব জয় কি
জয় করা যায়?


তোমার বসন্ত শুরু হোক
ফাগুন রাঙ্গা অাগুনে
পুষ্পবৃষ্টি হোক সুখময় বাতাস স্পর্শে
শেষ জীবন প্রযন্ত
তুমি ভালো থেকো
সে হউক অনন্তকাল,
হয়ে তোমার পূর্ণ্যার্থী সুনিপুণা।



-বিক্রমাদিত্য গুপ্ত
_________
৷৷  সুন্দরম
(একটি সৃজনশীল শিল্প মাধ্যম)
গোশালা রোড,
লালমনিরহাট-৫৫০০
সকাল  ১১টা ১৫ মিঃ