জীবনের কাছে হেরে গেলে কিন্তু পরাজয়ের গ্লানি তোমাকে পরাভূত করবে, তাহলে কেন মেনে নিবে পরাজয়,
যখনই থমকে যাবে সেখান থেকে উঠে দাঁড়াতে হবে এটাই জীবনের নিয়ম।
অনন্ত পথ এখানে তুমিই একাই, এখানে কেউই তোমার নয়, জীবনকে জয় করতে তোমাকে হতে হবে সংগ্রামী, উপভোগ করতে হবে জীবন থেমে গেলে চলবে কি করে! পথের শেষ প্রান্তে অপেক্ষা যে আছে অবিনাশী পথ
সেখানে সত্যি হবে জীবনের গান।
হেরে গেলেতো পরাজিত হবে, বেছে নিতে পথ জীবন এবং বাস্তবতা, মানুষের জীবন সংগ্রামে মানুষই সত্য আর সাথে নিয়োজিত
সমাজ সংসার,
দুঃখ যেমন আপন করে নেয় তেমনিভাবে
সুখও আছে, তাহলে কেন মেনে নিবে পরাজয়।
জেগে উঠো জাগাও চেতনা, তুমি মানুষ সংগ্রামের মধ্যে আত্মনিয়োগ কর নিজেকে তবে জেগে উঠবে চেতনা, সংগ্রামই সত্যি সংগ্রামই সুন্দর, তাহলে কেন মেনে নিবে পরাজয়?
নেমে এসো পথে খুঁজে দেখো তোমাকেই, তোমার মধ্যে আছে বিশ্বাস তাকে বেড় করো, জয় করো জীবন।