অভিমানে লুকিয়ে যাওয়া মুখে তুমিও এসো এই গোধুলী বেলায়, ফিরে এসো নীলাঞ্জনা।
দূরে থেকে কেন তৈরি করছো দূরত্বের দেয়াল; অবিনাশী প্রেমে পরাজিত হলে জয়ী হয় ভালোবাসা।
বারবার ফিরে আসে অবিরাম ঝড় হৃদয়ের সৃষ্টিতে আলপনায় তুমি এখনো রয়েছো মাথা উঁচু করে।
কখনো মেঘ কখনো বৃষ্টি হতে যেওনা
রক্তের প্রগাঢ় স্পন্দনধ্বনি
চাওনা বলে দূরে থাকলে ফিরে আসে কষ্ট তখনতো জয়ী হয় বিরহ।