তুমি এসে ফিরে যাও যেন ঝড় কালবৈশাখী লণ্ডভণ্ড করছো দশদিক, সৃষ্টির আলপনায় লুকিয়ে ছিল যে ভালোবাসা তাকে তুমি দুপায়ে ঢেলে দূরে সরিয়ে দিয়েছো।
রক্তের প্রগাঢ় স্পন্দন ধ্বনি চাইলেই জাগানো জায় কী? ফিরে ফিরে আসে কষ্ট যা নিয়ে হয়তো ভালো থাকবার ইচ্ছেটা লুট হয়ে যায় রক্তের প্রগাঢ় স্পন্দনধ্বনি আমি চাইনা ফিরে যাও কষ্ট।