কালের যাত্রায় এসো
হে অবিনাশী,
একটু দাঁড়িয়ে যাও
হে বিপ্লবী মানুষ;
এই সময়ে তোমাকে আহবান করি
মননে, সৃজনে।
এসো বিপ্লব সাম্যের চির আনন্দে বিমোহিত কর-
এই দেশ,
এই মানুষ,
আর মানচিত্র।
অধিকার প্রতিষ্ঠা করবার জন্য চাই-
সংগ্রামী মানুষ বিপ্লবী মানুষ;
যার রক্তে লক্ষ শহীদের আত্মত্যাগ,
নিঃস্বার্থ ভালোবাসায় দাঁড়িয়ে আছে
এই দেশ এই মানচিত্র-
প্রাণের বাংলাদেশ।।
সেই মানুষ চাই।
দেশমাতৃকার প্রয়োজন উজাড় করে দেবে নিজেকে;
যে আলো আসে প্রতিদিন সূর্য উত্তাপে-
সেই তেজ দীপ্ত আলো লাগাও শরীরে।
তুমি সংগ্রামী হও মানুষ,
সংগ্রামীই বাঁচাতে পারে তোমাকে।
তুমি জয়ী হও হে অবিনাশী, হে বিপ্লবী,
মুক্তির চির আনন্দে জাগাও বিবেক;
চেতনাকে জাগ্রত কর।
বিপ্লব তোমাকে ডাকছে
এসো হে সংগ্রামী মানুষ-
মিছিলে প্রকম্পিত করো রাজপথ।
আওয়াজ তোলো-
বল সংগ্রাম সত্যি!
সংগ্রাম সুন্দর!!
একটু দাঁড়িয়ে যাও হে অবিনাশী সংগ্রামী মানুষ
কালের যাত্রায় এসো মিছিলে
সংগ্রাম তোমাকে ডাকছে
বিপ্লব তোমাকে ডাকছে।।