চোখে অশ্রু গড়িয়ে পরে ভিজে যায় বুক, কণ্ঠ হয়ে যায় রুদ্ধ, বোবা কান্নায় ভারি হয় আকাশ বাতাস।


যারা অগ্নিদগ্ধ হয়ে দিয়েছে প্রাণ এভাবে মৃত্যু ওরা যায়নি তবুও মৃত্যু নামক মৃত্যুকে আলিঙ্গন করে উড়ে যায় পরপারে আর কেঁদে যায় স্বজন আপনজন।


শোকগাথা দিনরাত একাকার হয়ে আমাদের প্রশ্ন করে কবে জাগবে বিবেক আর করে জাগ্রত হবে পাষাণ বুক? প্রশ্নের জন্ম হয় প্রতিনিয়ত কিন্তু উত্তর কোথায়!


বেদনাবোধ কি জেগে উঠে সেইসব মানুষের? যারা নিরাপত্তা দিতে ব্যর্থ হই বারবার এভাবে মৃত্যুকে আলিঙ্গন আর চাইনা আগুন কেন পুড়িয়ে দেয় তরতাজা প্রাণ।