চলে যাচ্ছো?
কতদূর যাবে, অভিমানী দূরে
গিয়ে কি ভুলে থাকা যায়?
লুকিয়ে থেকে আকাশ দেখে
লাভ নেই মুক্ত হও দেখো
আকাশ তার বিশালতা
উপলব্ধি কর আত্মজয়
সবসময় ভালো হতে পারে
কি? লুকিয়ে গিয়ে কি
নিজেকে লুকানো যায়।


খুঁজে দেখো সুখ কিন্তু তা
কেন লুকিয়ে, সামনে এসো
চেয়ে দেখো তাঁকাও
এইদিকে দেখতে পাচ্ছো, না
পাবেনা এভাবে পাওয়া
যায়না সুখ কিংবা সুখময়
বাতাস, রেগে গেলে পরাভূত
হবে।


চলে যাচ্ছো তবে কি সত্যিই,
এভাবে দূরে থেকে তবে
কাছে আসবে কি করে?
অভিমানী অভিমান ভুলে
সাধারণে মিশে দেখো ছুঁয়ে
সুখ ভুলে অভিমান, দূরে
থেকে দূরত্বের সীমানায়
সেখানে কিছু নেই শুধু দূরত্ব
বাড়িয়ে।