চুপ করে আছেন
নাকি সময়কে মেনে নিয়ে এড়িয়ে যাচ্ছেন সবকিছু?
এভাবে আর যাই হোক না কেন অন্ধকারই থেকে যাবে এই সমাজ!
আর কত অন্ধকারে ঢেকে রাখতে চান বলতে পারেন।


চোখে কি পট্টি লাগিয়েছেন নাকি অন্ধ হওয়ার ভাব করছেন! আপনারা যদিও এমনিতেই অন্ধ কোন কিছু দেখতে পারেন না,
কি অসাধারণ আপনারা কি দারুণ দেখাচ্ছেন আর আমরা দেখছি আপনাদের তেলেসমাতি কারবার।


সময়ের সাথে কি দারুণ বদলে যান আপনারা, কখনো বাম আবার ডান! হ্যাঁ আপনারাই চুরি করেছিলেন আমাদের শেষ রাতের সাহসী স্বপ্নগুলো; আবার চড়া দামে সেই স্বপ্নগুলো বিক্রি করেন রাতের অন্ধকারে।


আমরা যারা সাধারণ মানুষ যারা মাথার ঘাম পা'য়ে ফেলে জীবন সংগ্রামে নিয়োজিত তাদের আর কত মিথ্যা বলবেন? যদি একবার জেগে উঠে মানুষ কখন কোথায় পালাবেন ভেবেছেন কি? সময় কিন্তু সেই সাধারণ মানুষেরও আসবে।


জেনে রাখবেন সময় কিন্তু বদলায় আর সেই সময়ের সাথে মানুষও জেগে উঠে নিজের প্রয়োজনে; এটাই জাগতিক নিয়ম অন্ধকারে আর তাদেরকে আটকিয়ে রাখতে পারবেন না, অন্ধ হওয়ার ভান যতই করুন না কেন।


যতই তেলো মাথায় তেল ঢালুন না কেন আর মনে হয় কাজ হবেনা; জেগে উঠবে মানুষ আলো যে আসছে নিশ্চয়ই দেখিয়ে দেবে পথ সংগ্রামে বিপ্লবে, অন্ধকার যতই গাঢ় হোক আলো আসবেই ঘুচিয়ে দেবে অনাচার আর অন্ধকার।