(উৎসর্গঃ কবি নমিতা বিশ্বাস)


কি করছো কবি
শেষ রাতে সাহসী স্বপ্নে?
আমিও স্বপ্ন দেখি জীবনের প্রতিটি
স্বপ্নে যেখানে তুমিই আমার স্বপ্নিল রাতে তারার মিতালী করিয়ে ছিলে।
দেখিয়েছিলে স্বপ্ন অবিনাশী যে স্বপ্নের মাঝে রহিত থাকবে শুভময় দিন অনিন্দ্য আয়োজন
জীবন জয়ের গান মোটাভাত সোনালী ফসল, সবুজ মাঠ যার প্রান্ত জুড়ে প্রান্তিক মানুষের জীবন গাথা সুখ আর সংগ্রাম।
কবি তুমি কি আমাদের মতো করেই স্বপ্ন দেখো? জীবন সংগ্রাম বেঁচে থাকবার আপ্রাণ চেষ্টা সুখ খুঁজে দেখার অব্যাহত আত্মবোধ তুমিও কি সেরকম স্বপ্নে বিভোর থাকো কবি।
আমরা আমাদের স্বপ্ন দেখি সংগ্রামে যে সুখ আছে তা উপলব্ধি করি বারংবার, সংগ্রামই সুন্দর সংগ্রামই সত্যি এই ভাবনায় মিলিয়ে দেই জীবন যেখানে মাটি আর মানুষ মিশে একাকার।
কি করছো কবি
শেষ রাতে সাহসী স্বপ্নে?
শেষ রাতের সাহসী স্বপ্নের মতো উচ্চারিত হয় কবিতা, কবি ও কবিতার সম্মিলিত উচ্চারণে জাগে বিবেক জাগ্রত হয় মানুষ, তুমিও সেরকম স্বপ্ন দেখো কবি আর তোমার কবিতায় উচ্চারিত হোক সংগ্রাম সত্যি হোক স্বপ্ন।