(কবি নমিতা বিশ্বাসকে নিবেদিত)


বলতে চেয়েও কিছুই বলতে
পারলেনা! নাকি মন যা বলে
তা মুখে বলতে পারোনা,
আর কত লুকিয়ে রাখবে
নিজেকে? আমি প্রশ্ন
করলেও তুমি বা উত্তর দেবে
কেন; তবে আর কত লুকিয়ে
রাখবে নিজের সব
চাওয়াগুলো।


মুখে নাইবা বললে ভালবাসো
ছুঁয়ে দিতে চাও হৃদয়
আমার! মন যা চায় মুখে না
বললেও বুঝি আমি কারণ
আমিই যে তোমায় অনেক
জানি এবং বুঝি;
মন চাইলে সাহসী হতে হয়
তবেইবা জয়ী হয় প্রেম জয়ী
আপন চাওয়া।


লুকিয়ে রেখে আপন
চাওয়াগুলো লুকিয়ে রেখে
তবে কেন ছুঁয়ে দেখতে চাও
হৃদয়? জয়ী হতে গেলে সেটি
প্রেম কিংবা মন তবে
তোমাকেই জয় করতে হবে
ভালবাসা প্রেম যেখানে
নিজেকে বাধো না কেন!
ভালবাসলে সাহসী হতে হয়।