শেষ রাতে সাহসী স্বপ্নে কি করছো
কবি?
আমিও স্বপ্ন দেখি তোমার দেয়া জীবনের প্রতিটি
স্বপ্নে,
যেখানে তুমিই আমার স্বপ্নিল রাতে তারার মিতালী করিয়েছিলে।


তুমিতো কবি
তোমার প্রতিটি কবিতার লাইনে আমারই স্বপ্নের কথা লেখা থাকে,
যে স্বপ্ন নিয়ে যায় আমার কাঙ্খিত লক্ষ্যে,
তুমি কবি
আমার স্বপ্নময় দিনের সাহসী সারথি।


সম্পাদনা
১৪.০১.১৪৩০