নীলাঞ্জনা
তোমার অবস্থান ঠিক আগের মতোই আছে যা প্রথম দেখায় দেখেছিলে তুমি; এখনো স্বপ্ন দেখি তোমার দেয়া স্বপ্নে, এখনো প্রেমিক পুরুষ কিংবা কবি হয়ে লিখি কবিতা তোমারই জয়গানে।


নীলাঞ্জনা
জীবনের এই বাস্তবতায় তুমিতো এসেছিলে দিতে প্রেম, জ্যোৎস্নার প্লাবনের মতো আমি সেই জ্যোৎস্নার প্লাবনে অবগাহন করেছি ভালোবাসা সে যে অবিনাশী পাওয়া যার শেষ বলে কিছুই নেই।


নীলাঞ্জনা
প্রেমিক বেশে লিখেছি কবিতা, যার প্রতিটি লাইনে জুড়েছিলে তুমি! এখনো সেই কাব্যের নায়িকা তুমিই তোমার আহবান আমাকে জয় করবার তোমার অনবদ্য ইচ্ছা সেখানেও তোমার অবস্থান এখনো আছে আগের মতোই।