সুনন্দিতা,
লোকালয় থেকে অনেক দূরে
তুমি কি বৃষ্টি হবে?
আমাকেও ভেজাবে
তোমার ভালোবাসার জলে!


সুনন্দিতা,
আসবে শান্তি প্রগাঢ়তা অনুভবে
দূর হবে অনাসৃষ্টি
কামনার চৈতন্য মুখরে
উৎসবে মাতুক সমস্ত শান্ত।
'
সুনন্দিতা,
অনন্ত পথেঘাটে
কবি আর কবিতা
সিক্ত হতে তোমার কাছে
ছুটে যায়,
এ যেন মরুময় বুকে
একফোঁটা প্রশান্তির বৃষ্টির জল।


সুনন্দিতা,
লোকালয় ছেড়ে তুমি কি বৃষ্টি হবে
ভেজাবে কবি ও কবিতাকে
তোমার প্রশান্তির বৃষ্টিতে?