তুমি সমুদ্র হলে,
আমি তার বালুকণা!
ভালোবাসাযুক্ত ঘামে
ঝরে নোনাজল
কামুক হাসি উদাসী মন
তবুও বলে কবি ভালোবাসি!


কামুলতা সত্যিই কি
ছুঁয়েছিল কবিতা?
এখানে পরাভূত কবি;
কবিতা খুঁজে নেয় চিরকালই
নান্দনিকতা
কামুকতা কখনো আসে
মধ্যরাতে স্বপ্নিল স্বপ্নে
সে নয় স্থায়ী।


রক্তেরচাপ অনুভব
তাকে তুমি কবিতার দোষ খুঁজেছ
অভিমানি মন
কবিও অনুরাগী একটু না হয়
তাতে দোষ খুঁজে দূরে সরিয়ে দিলে
তৈরি হবে দূরত্বের দেয়াল!


ভেবনা সেটা চীনের প্রাচীর
এই জীবনে ভেংগে ভেলা যাবে না;
তাহলে কবি অনুযোগে দূরে যাবে
একলা কেঁদে দূরত্বে হবে সীমাহীন।


অবিরাম ছুটে যাওয়া
কোন প্রাণভরা চাহনিতে
কবিতা আসে প্রেমে
কবির মননে-সৃজনে
এখানে প্রেমিক পুরুষ
যেখান প্রেমিকা লাবণ্য কবিতা।


কবি অমিত হতে চাইলেন
কাব্যের লাবণ্য এসে
কবিকে আপন করে নিয়ে
হতে অপরাজিত!
কবিতা আজ লাবণ্য
অমিকে ভালোবাসে!
কবি কখন যে হয়ে যায়
কাব্যের অমিত
কবি কী তা জানে??


সম্পাদনা
................
সাপটানা সড়ক,
বাহাদুর মোড়
লালমনিরহাট।
২৪.০৬.২০২০