কবি জয়শ্রী দাসকে নিবেদন


কবিতা কখনো কখনো কবির দুঃখ বুঝতে চায় অনিন্দ্য প্রকাশে যে কষ্ট লুকিয়ে কবি একাই কষ্ট পেতে চায় তখন কবিতা সামনে এসে দাঁড়ায় কবির; প্রশ্ন করে হে কবি কি এমন দুঃখ তোমার আমায় বলবে? কবিতা কবির মনের খোঁজ নিতে ব্যাকুলতা প্রকাশ করে কবির কাছে, কবি আমি যে তোমারই অপরূপ সৃষ্টি।


তুমি কি দুঃখ পেলে কবি আমিতো তোমার অনিন্দ্যসুন্দর সৃষ্টি, বলো কবি একসাথে মিলেই না হয় জয় করবো দুঃখকে মলিন মুখে আর থেকো না! কবির উচ্চারিত শব্দে কেঁপে উঠে মানুষ প্রকৃতি মাটি সোনালী ফসল এই ফুল এই পাখি, তাহলে কি কষ্ট তোমার কবি?
একবার বলে দেখো আমি যে অবিনাশী কবিতা মুহূর্তে জয় করে দেবো সমস্ত দুঃখ এবং কষ্ট।


কবি উচ্চারিত সত্য শব্দ কবিতা, অন্ধকারে আলোকিত উচ্চারণ কবিতা, সাম্যের চির আনন্দে যে সংগ্রাম সংগঠিত হয় তার না কবিতা, বিপ্লব স্পন্দিত বুকে যে অগ্নি মশাল কবিতায়, শাশ্বত শান্তির যে সংগ্রামের শানিত শব্দ কবিতা, তাহলে বল কবি তুমি কেন মুখ ভার করে এখনো আছো বলো কবি বলো।
  
____
সমাপ্ত